লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লেবাননের হিজবুল্লাহর ঘাঁটিতে সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির বৈশ্বিক আহ্বান প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পরে এই মন্তব্য করলেন নেতানিয়াহু।
জাতিসংঘের অধিবেশনে নিউইয়র্ক অবতরণের পর সাংবাদিকদের নেতানিয়াহু বলেন,
“আমাদের নীতি পরিষ্কার। আমরা পূর্ণ শক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে আঘাত করে চলেছি। উত্তরের বাসিন্দাদের নিরাপদে প্রত্যাবর্তন আমাদের প্রধান লক্ষ্য।”