রাজধানীতে শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গত ১১ আগস্ট ডিএমটিসিএলকে এমআরটি লাইন-৬ এর মেট্রোরেল পুনরায় চালু করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় সরকার। তবে অনিবার্য কারণে মেট্রোরেল পুনরায় চালু করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করতে না পারায় ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন পুলিশ বক্সে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে নিরাপত্তা ঝুঁকিতে মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেওয়া। পরে ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে করা হয় ভাঙচুর।
রুশু//