পটুয়াখালীতে মো. শহিদুল ইসলাম হত্যা মামলায় সংশ্লিষ্ট ১৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে রায় ঘোষনা দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিচারিক আদালতের অতিরিক্ত দায়রা জজ এ কে এম এনামুল করিম এ রায় দেন। এ সময় দোষ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন।
২০১১ সালের ৪ এপ্রিল পটুয়াখালী সদর উপজেলার মো. শহিদুল ইসলাম নামে এক যুবককে নিজ বাড়িতে খুন করা হয়। নির্বাচনী বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে। পরে তার বাবা অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ রিপোর্টে ১৭ জন আসামিকে দোষী করে ৩০২ ধারায় মামলার অভিযোগ দায়ের করা হয় বিচারিক আদালতে। বৃহস্পতিবার সকাল ১১টায় আদালতে ১৬ জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিচারক। অন্যদিকে একজন আসামি শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়।
উল্লেখ্য, বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম ও অ্যাডভোকেট মুকুল এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।