অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন, যেখানে তিনি বিশ্ব চলচ্চিত্রে নিজেকে পরিচিত করার চেষ্টা করেন। উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
বর্তমানে বড় পর্দায় বেশকিছু প্রকল্পে কাজ করছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখি ও ছবি আঁকার শখও রাখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিবাদ জানাতে তিনি ছবি আঁকেন।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, “ছাত্র আন্দোলনে মূলত প্রতিবাদ জানাতেই আমি রাস্তায় নেমেছিলাম। আমি একজন চিত্রশিল্পীও, তাই আমার নিজস্বভাবে প্রতিবাদ জানাতে চেষ্টা করেছি। শহিদ আবু সাঈদের একটি ছবি এঁকেছিলাম। আমি যেসব ঘটনা নিয়ে মর্মাহত হই, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি।”
ভাবনার প্রথম কবিতার বইয়ের নাম ‘রাস্তার ধারে গাছটার কোনো ধর্ম ছিল না’, যা তার প্রতিবাদের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, “বিষয়গুলোকে এভাবেই দেখতে পছন্দ করি।”
এছাড়া, মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা দ্বারা পরিচালিত নতুন সিনেমা ‘জেনুবিয়া’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সিনেমার পরিচালনা করবেন জাফর ফিরোজ এবং নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন ব্রিটিশ চায়নিজ প্রযোজক কিয়াও লি, যিনি ইউনেসকো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত।
ভাবনা আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। একটিতে, হিমু আকরাম পরিচালিত ‘আলতাবানু জোছনা দেখেনি’-তে কলকাতার স্বস্তিকা মুখার্জিও অভিনয় করছেন। অন্য সিনেমাটির নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না, তবে এটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
এছাড়া, ‘যাপিত জীবন’ সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন, যা পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’-এর শুটিংও কিছুদিন আগে সম্পন্ন করেছিলেন, তবে পুরো কাজ এখনো বাকি রয়েছে।