ছাত্র ও জনতার বিপ্লবে শিশু কিশোরসহ সকল শহীদের স্মরণে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী চরশান্তি ডাঙ্গার সি আর সি স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি শাহীদ কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সমন্বয়ক এস এম সুইট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ – (ঐক্যমঞ্চের) আহবায়ক রাবেয়া খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব ইবি শাখার সভাপতি দিদারুল ইসলাম রাসেল, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ইবি শাখার সমন্বয়ক নাহীদ হোসেন, তানভির মন্ডল, গোলাম রব্বানী, সাজ্জাতুল্লাহ শেখ ও ইসমাইল হোসেন রাহাত। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক মিতা খাতুন ও রমজান আলীসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরসি স্কুল পরিচালক মশিউর রহমান।
সভাপতির বক্তব্যে শহিদ কাওসার, আন্দোলনে নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এরপর সংগঠনটির সদস্য সাখাওয়াত হোসেনের দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, সিআরসি ইবি শাখা সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও আর্থিক সাহায্য করে। পাশাপাশি শীত বস্ত্র বিতরণ, শিশুদের নিয়ে খেলাধুলা, জাতীয় দিবস পালন, অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাসহ আরও নানারকম সামাজিক ও স্বেচ্ছাসেবক মূলক কাজ করে থাকে।
তামিম/এমএ//