শহীদদের স্মরণে রাজশাহীতে শহীদি মার্চ পালন
শহরের তালাইমারিতে এসে সম্মিলিত ছাত্রজনতা “আমার ভাই কবরে, হাসিনা কেন বাইরে”, “আমার ভাই কবরে, লিটন কেন বাইরে”, “আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাই নাই”, “আমার সোনার বাংলায়, হাসিনার ঠাই নাই”, “ছিহ ছিহ হাসিনা, লজ্জায় বাচিনা”, “তুমি কে আমি কে, শাকিব আনজুম “, ” তুমি কে আমি কে, আলী রায়হান আলী রায়হান”, “ফাসি ফাসি ফাসি চাই, শেখ হাসিনার ফাসি নাই” স্লোগান দিতে থাকে।
শহীদদের স্মরণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক রাশেদ রাজন বলেন, আমাদের ছাত্র আন্দোলনের লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশ না পাব ততদিন আমারা রাজপথ ছাড়বো না। আপনারা জানেন ১৯৪৭-২০২৪ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে, ২৪ পরবর্তী আর কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবে না, আর এটা প্রতিহত করবে এদেশের ছাত্রজনতা, শ্রমিক-কৃষক জনতা।
Previous Articleইবিতে শহীদি মার্চ পালিত
Next Article রাবিতে ফ্যাসিবাদ নির্মূল কমিটি গঠন
পড়তে থাকুন
Add A Comment
আমাদের সেবা সমূহ
সম্পাদকঃ ইমরান খান নাহিদ
প্রকাশকঃ এরশাদুর রহমান রিফাত
৭৫৫, গ্রীন রওশন আরা টাওয়ার (সপ্তম তলা),সাত মসজিদ সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ইমেইল: info@bdn71.com
ফোন: +88০১৭৭৪৪২৪৫৩৭
© All rights reserved BDN 71 ২০২৫