ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ছাত্র-জনতার জুলাই বিপ্লবের একমাস পূর্তিতে শহীদদের স্মরণে রাজশাহীতে ‘শহীদী মার্চ’পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় নগরীর তালাইমারিতে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় রাজশাহী শহরের বিভিন্ন জিরো পয়েন্ট ও রেলগেটসহ বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল সম্মিলিত পদযাত্রা তালাইমারিতে এসে মিলিত হন। পরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কবিতা, গান ও স্মৃতিচারণমূলক অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
শহরের তালাইমারিতে এসে সম্মিলিত ছাত্রজনতা “আমার ভাই কবরে, হাসিনা কেন বাইরে”, “আমার ভাই কবরে, লিটন কেন বাইরে”, “আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাই নাই”, “আমার সোনার বাংলায়, হাসিনার ঠাই নাই”, “ছিহ ছিহ হাসিনা, লজ্জায় বাচিনা”, “তুমি কে আমি কে, শাকিব আনজুম “, ” তুমি কে আমি কে, আলী রায়হান আলী রায়হান”, “ফাসি ফাসি ফাসি চাই, শেখ হাসিনার ফাসি নাই” স্লোগান দিতে থাকে।
শহীদদের স্মরণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক রাশেদ রাজন বলেন, আমাদের ছাত্র আন্দোলনের লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশ না পাব ততদিন আমারা রাজপথ ছাড়বো না। আপনারা জানেন ১৯৪৭-২০২৪ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে, ২৪ পরবর্তী আর কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবে না, আর এটা প্রতিহত করবে এদেশের ছাত্রজনতা, শ্রমিক-কৃষক জনতা।
এসময় তিনি উপস্থিত ছাত্রজনতার উদ্দেশ্য বলেন, ২৪ পরবর্তী দেশে কিছু রাজনৈতিক সংগঠন দখলদারিত্ব দেখানোর চেষ্টা করছে, যে যার জায়গা থেকে সেগুলো প্রতিহত করতে হবে। বাংলাদেশ হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র। এদেশে প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের অনুভূতি অনুযায়ী সিদ্ধান্ত নিবেন। রাষ্ট্র চলবে জনমানুষের প্রেসক্রিপশনে।
পরে সমন্বয়ক গোলাম কিবরিয়া মিশকাত বলেন, দেশ গঠনের জন্য সবার আগে নিজেকে গড়তে হবে। এই ছাত্র-জনতাই সামনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। গত ১৫ বছর হাসিনা নিজেদের লোকজনকে এদেশের সব লুটেপুটে খেয়েছে। ১৯৭১ পরবর্তী দেশ স্বাধীনের পর শেখ মুজিব বলেছিলেন, এতদিন অন্যরা দেশকে লুটেপুটে খেয়েছে এবার লোকরা খাবে।
এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারাও কি এমন চর্চা চান? এইজন্যই কি আমাদের ভাইরা জীবন দিয়েছে?
আমাদের শহীদী মিছিল এখনো থামে নি, প্রতিদিন নতুন নতুন ভাই এই মিছিলে যুক্ত হচ্ছেন। এই শহীদী মিছিলের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। মনে রাখবেন রক্তের উপর দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। যারা সমন্বয় পরিচয়ে বিভিন্ন অপকর্ম করছে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো। তবে ফ্যাসিবাদের দালাল, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, আমাদের ভাইয়ের রক্তে যারা গোসল করেছে তাদের ক্ষেত্রে আমরা আইন নিজের হাতে তুলে নিব না। আমরা একটা বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে দমন করতে চাই। আমরা নিজেদের হাত রক্তাক্ত করবো না। ২৪ এর আদর্শকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই।
আরএ//