সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা এতে অংশ নেন।
ভোর থেকেই শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। সমাবেশে তারা বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন। তাদের কণ্ঠে শোনা যায়, ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, এবং ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’।
শিক্ষকরা বলেন, দশম গ্রেড বাস্তবায়ন তাদের ন্যায্য অধিকার। বৈষম্য দূর করে তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।