ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের ৮ বছরের জন্মদিন শুক্রবার উদযাপিত হয়েছে। এই বিশেষ দিনে শাকিব খান ছেলেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তিনি সবসময় আব্রামের পাশে থাকবেন।
শাকিব একটি স্থিরচিত্র শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আব্রাম। তুমি জানবে, যখনই তোমার প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে থাকবো। ভালোবাসি তোমায় বাবা।’
শাকিব ও অপু ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন এবং ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান আব্রাম আসে। যদিও কিছু বছর আগে তাদের সংসার ভেঙে গেছে, তবে আব্রামকে কেন্দ্র করে মাঝে মাঝে তারা সাক্ষাৎ করেন। বিশেষ দিনগুলোতে নিজেদের অনুভূতিও প্রকাশ করেন।
অপু বিশ্বাসও ছেলের জন্মদিনে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয় আব্রাম খান জয়। আজ তুমি নতুন বছরে পা রাখছ, এবং এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মদিনের সেই স্মৃতি এখনও আমার মনে উজ্জ্বল, এবং তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস।’