অভিনয়শিল্পীরা সাধারণত অভিনয় দিয়ে আলোচনায় থাকেন। আর জায়েদ খান আলোচনায় থাকেন বিভিন্ন প্রকার মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে। ক্যামেরার সামনে এলেই নিজের সম্বন্ধে এমন কিছু কথা বলে বসেন যাতে নেটিজেনরা নড়েচড়ে বসতে বাধ্য হন। তবে এবার তিনি মুখ খুললেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের শিক্ষা-দীক্ষা নিয়ে। সম্প্রতি একটি সেলিব্রেটি শোতে হাজির হয়ে শাকিব খানের শিক্ষা নিয়ে মন্তব্য করেন এই নায়ক।
শাকিব খান প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দুটি গুণের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’
অনেক দিন ধরেই শাকিব খান ও বুবলীর সম্পর্ক ভালো নয়। বুবলীর প্রসঙ্গেও কথা বলেন জায়েদ খান। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টা এমন- বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’