দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। এই তারকা জুটিকে নিয়ে আলোচনার শেষ নেই। বুবলী কোনো অনুষ্ঠানে গেলেই আসে ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গ। এবারের ঈদুল আজহা উপলক্ষে বাবার কাছ থেকে কী উপহার পেল বীর ও বুবলী, সেটাই জানতে চাওয়া হয়েছিল এক সাক্ষাৎকারে।
সেই প্রশ্নের উত্তরে শবনম বুবলী বলেন, ❝আমি সব সময়ই বলি, বাবা-ছেলের সম্পর্ক সারা জীবনের। সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই। আর আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের।❞
তিনি আরোও বলেন, ❝উৎসবে বীর অনেক ধরনের উপহার পায়। যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়। তবে, যখন মা-বাবা দুজন উপহার দেয়, সেটা খুব স্পেশাল হয়।❞
উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা “তুফান” ও বুবলী অভিনীত সিনেমা “রিভেঞ্জ”।