ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘তুফান’ এবং ‘জংলি’-এর পোস্টারে তাদের ধূমপান করতে দেখা গেছে। এই দৃশ্যগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে ধূমপানবিরোধী সংস্থা স্টপ টোব্যাকো বাংলাদেশ। তাদের মতে, তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় এই ধূমপানের দৃশ্যগুলি প্রচারিত হচ্ছে।
সংস্থাটি দাবি করছে যে, বাংলাদেশের আইন অনুযায়ী চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধিনিষেধ রয়েছে। তবে তারা মনে করেন, এই পোস্টারগুলো তামাক কোম্পানির প্রচারের অংশ হিসেবে তৈরি হয়েছে এবং তরুণদের ধূমপানে উদ্বুদ্ধ করতে প্রচারিত হচ্ছে।
স্টপ টোব্যাকো বাংলাদেশ সংস্থার মতে, সিয়াম ও শাকিবের মতো তারকারা তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। তারা বলছে, “আইন লঙ্ঘনকারীরা সমাজ ও রাষ্ট্রের শত্রু। যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভুল পথে চালিত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়াও, আইনভঙ্গকারী সিনেমাগুলিকে নিষিদ্ধ করার এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
সিনেমার পোস্টার দর্শকদের কাছে আকর্ষণীয় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও, এতে কিছু বিধিনিষেধ মেনে চলা আবশ্যক। কিন্তু নির্মাতা-প্রযোজকরা এসব নিয়ম মানছেন না এবং ধূমপানের দৃশ্য ব্যাপকভাবে ব্যবহার করছেন।
স্টপ টোব্যাকো বাংলাদেশ আরও জানাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মেও ধূমপানের দৃশ্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যা তরুণদের মধ্যে তামাকের প্রতি আগ্রহ বৃদ্ধি করছে। তারা বলছে, “ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে কিশোর-তরুণদের ধূমপানে উসকানি দেওয়া হচ্ছে এবং কিছু নির্মাতা-শিল্পী নিজেদের স্বার্থের জন্য সুকৌশলে এই দৃশ্যগুলো দেখাচ্ছেন।”
সংস্থাটি সবার প্রতি প্রতিবাদ জানিয়ে বলছে, “প্রাণঘাতী তামাকের নেশা থেকে আমাদের সন্তান, ভাই-বন্ধু ও পরিবারের সদস্যদের বাঁচাতে, ওটিটি কনটেন্টে ধূমপান ও মাদক সেবনের দৃশ্যায়ন বন্ধ করুন। নাটক, সিনেমা, ওয়েব সিরিজে ধূমপানের দৃশ্য বন্ধে জোরালো আওয়াজ তুলুন।”
২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশে নির্মিত বা প্রচারিত সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রচার করা যাবে না। তবে, সিনেমার কাহিনির প্রয়োজনে ধূমপানের দৃশ্য থাকলে, তা প্রদর্শনের সময় তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত লিখিত সতর্কবাণী প্রদর্শন করতে হবে।
এদিকে, ‘তুফান’ সিনেমার পোস্টারে ধূমপান নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, “সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত পোস্টারে চরিত্রের প্রয়োজনে ধূমপানের দৃশ্য থাকতে পারে, যা বিশ্বব্যাপী সিনেমার পোস্টারে দেখা যায়। তবে সিনেমার প্রচারে ব্যবহৃত অফিশিয়াল পোস্টার অনুমোদন নিয়ে প্রকাশ করা হবে।”