শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টায় শতাধিক নেতাকর্মী উপস্থিতির মধ্যে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রেক্ষিতে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের আমলে তৈরি হওয়া সব প্রতীক উচ্ছেদের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন। এখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, এবং পরবর্তীতে রাত ১২টায় বুলডোজারের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটি ভেঙে ফেলা হয়।
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট স্বৈরাচারী মুজিবের কন্যা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ৫ আগস্ট দেশ থেকে বিদায় করেছিলাম, কিন্তু ফ্যাসিজমের প্রতীকগুলো আমরা সমূলে উচ্ছেদ করতে পারিনি। আজ এই ক্যাম্পাস থেকে ফ্যাসিজমের প্রতীক উচ্ছেদ করেছি এবং আগামীতে এ দেশে কোথাও ফ্যাসিজমের প্রতীক রাখতে দেব না।”
শাবিপ্রবির পর, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে মেয়েদের হলে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামটি সরিয়ে ফেলেন।