বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( শাবিপ্রবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আইপিই বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ারকে আহ্বায়ক এবং গনিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। আর মুখ্য সংগঠক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের রিয়াজ হোসেন রিমন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আলি আব্বাস শাহিন। আগামী ছয় মাসের জন্য তারা দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (.২৭ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ৯ জন, যুগ্ম-সদস্য সচিব ৯ জন, সংগঠক ২২ জন, সহ-মুখপাত্র ১ জন এবং সদস্য হিসেবে আছেন ১৫ জন।
কমিটির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। সেই আদর্শকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাব। আমাদের লক্ষ্য শুধু প্রতিবাদ নয়, পরিবর্তন—যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ ও মর্যাদা পাবে।
“কমিটির মুখ্য সংগঠক রিয়াজ হোসেন রিমন বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি মুক্ত ও সার্বজনীন সংগঠন হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা-পরিবেশের উন্নয়ন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে।