হকার উচ্ছেদকে কেন্দ্র করে শামীম ওসমানকে আলটিমেটাম দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরীর দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। হাজার বলেও দখল উচ্ছেদ করতে পারিনি। আমার ফুটপাত হকারের দখলে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না।
এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব— হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই (শামীম ওসমান) হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তা হলে আমি যখন রাস্তায় নামব, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।