রক্ষণাবেক্ষণ কাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ১ অক্টোবর থেকে দুসপ্তাহ প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২-সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময়ে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে।
আরএস