ঝালকাঠি-১ আসনের ভোট নিয়ে রীতিমত চলছে তুলকালাম। আসনটিতে নৌকা নিয়ে ভোট করলেও বিপাকে পড়েছেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর। তার বিরুদ্ধে অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করার। তাই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার হয়ে ভোটের মাঠে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন।
শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও এখন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের বিপক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা নিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ একাংশের নেতাকর্মীরা।
গত সোমবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে দলের সাধারণ সভায় এক রেজুলেশনে ওমরের নির্বাচন না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়।
অপরদিকে কাঠালিয়া আওয়ামী লীগও এখন পর্যন্ত শাহজাহান ওমরের নৌকা প্রতীকের পক্ষে কাজ শুরু করেনি। তারা নৌকার পক্ষে কাজ করতে প্রার্থীর আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় এখন পর্যন্ত ওমরের পক্ষে মাঠে নামেনি।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না আমার জানা নেই। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয় নেতা-কর্মীদের কাজ করার সুযোগ নেই। দলের নির্দেশনা এবং গঠনতন্ত্রবিরোধী কাজ করলে দলই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’