আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা ১১তম দফার অবরোধের শেষ দিন সকালে রাজধানীর ধানমন্ডিতে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার পর দুপুরে রাজধানী শাহবাগে বারডেম হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।