এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনের একটি ভিডিও। আর এ ভিডিওতে আরাধ্যকে দেখা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলের সঙ্গে এক বিশেষ মুহূর্তে।
ভিডিওটি ছিল শুক্রবার (১৫ ডিসেম্বর) মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসে স্কুলের স্টেজ পারফরম্যান্সের। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খানকে জড়িয়ে ধরে নাচছেন ঐশ্বরিয়া কন্যা আরাধ্য।
এতদিন সোশ্যাল মিডিয়ায় আবরাম আর আরাধ্যর আলাদা আলাদা পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছিল। তবে সম্প্রতি ফাঁস হয়েছে ওই স্কুলের স্টেজ পারফরম্যান্সের আরেকটি ভিডিও। ওই ভাইরাল ভিডিওতে আরাধ্যর খুব কাছে দাঁড়িয়েছিল ছোট্ট আবরাম। যাকে আদর করে জড়িয়ে ধরেই নাচছিলেন আরাধ্য।
নেটপাড়ায় এমন ভিডিও প্রকাশ হতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। তাদের মতে, খান ও বচ্চন পরিবারের সখ্যতা বেশ গভীর।
বিদ্যালয়ের বার্ষিক এই সাংস্কৃতিক এ অনুষ্ঠানে ছিল আরো অসংখ্য তারকা কিড। তবে অসংখ্য তারকা কিডের পারফরম্যান্স থাকলেও আরাধ্যর পারফরম্যান্সই ছিল সবচেয়ে নজরকাড়া।