রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ(এবিএম) লেভেল-২;সেমিস্টার-২ এর শিক্ষার্থীরা শিক্ষকদের উদাসীনতায় সেশনজটে পড়তে যাচ্ছে।
জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে লেভেল-২;সেমিস্টার-১ ফাইনাল পরীক্ষা শেষ করে ১ই অক্টোবর থেকে লেভেল-২;সেমিস্টার-২ এর ক্লাস শুরু করে। কিন্তু প্রায় চারমাস পরও গত সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা। নির্বাচনের ছুতোয় চলতি সেমিস্টারেও পরীক্ষা যথাসময়ে নেয়নি শিক্ষকরা। এদিকে কৃষি অনুষদের লেভেল-২;সেমিস্টার-২ এর শিক্ষার্থীরা গত ডিসেম্বরেই ক্লাস-পরীক্ষা শেষ করে এবং ১৩ ই জানুয়ারি ২০২৪ থেকে তাদের ফাইনাল পরীক্ষা শুরু করে। শিক্ষকদের পাঠদান প্রক্রিয়ার ধীরগতি, রুটিনমাফিক পরীক্ষা না নেওয়া,যথাসময়ে ফলাফল প্রকাশে শিক্ষকদের অনীহাকে দুষছেন অনেক শিক্ষার্থীরা।
এগ্রিবিজনেস অনুষদের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,”আমি মনে করি আমাদের অনুষদের শিক্ষকরাই দায়ী।কতিপয় শিক্ষক খাতা দেখার বিষয়ে গাফিলতি করছে। আমার প্রশ্ন হচ্ছে পনেরো লক্ষ এইসএসসি পরিক্ষার্থীদের রেজাল্ট মাত্র দেড়মাসে দিতে পারলে শেকৃবিতে ১২০ জনের রেজাল্ট দিতে চারমাস কেন!? আবার দেখা যায় যে কৃষি বা অন্যান্য অনুষদের কোর্সের সময়মত পরীক্ষা নিতে চান না শিক্ষকরা। সেশনজট বিষয়ে আমি খুবই শঙ্কিত যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেটরা অনেক এগিয়ে গেছে।”
এ বিষয়ে জানতে চাইলে এগ্রিবিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. অশোক কুমার ঘোষ বলেন,”কিছু কোর্সের খাতা জমা না দেওয়ার কারণে রেজাল্ট আটকে আছে। আমি ইতিমধ্যে তিনবার চিঠি পাঠিয়েছি কিন্তু কোনো রেসপন্স পাইনি। আমি আবার বিভাগীয় প্রধানদের চিঠি পাঠাবো এবং আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করবো।”
মাকতুম আল মুমিত
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়