বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্সে) তীব্র শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমতাবস্থায় এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্রায় ৪০ জন শিক্ষক উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন। এদের অনেকের উচ্চশিক্ষা গ্রহণের মেয়াদ শেষ হলেও দেশে ফিরে আসেননি তারা।
বুটেক্সে ছাত্র-শিক্ষক অনুপাত হিসাব করলে শিক্ষক থাকার প্রয়োজন ৩০০ জন। সেখানে বুটেক্সে স্থায়ী শিক্ষকের সংখ্যা ১৫৪ জন এবং উচ্চশিক্ষার জন্য ৪৬ জন শিক্ষক দেশে ও দেশের বাইরে অবস্থান করছেন।
শিক্ষকের এই সংকটের কারণে বিভিন্ন বিভাগের নিয়মিত ক্লাস ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। শিক্ষার্থীদের অভিযোগ, বছরের অধিকাংশ সময় শিক্ষকের এমন সংকট থাকে ফলে বিভাগীয় বিষয়গুলির জন্য প্রতিনিয়ত খন্ডকালীন শিক্ষক নিয়োগ করতে হয়। শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত সঠিক না থাকায় শিক্ষার মান হুমকির মুখে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী বলেন:
“বর্তমানে বিভাগে স্থায়ী শিক্ষক আছেন মাত্র চারজন। বিভাগটির ১১ জন শিক্ষক ছিলেন তার মধ্যে ৭ জন উচ্চশিক্ষার জন্য বিদেশের গমন করেছেন। এতে করে স্থায়ী শিক্ষকরা নিয়মিত সব ক্লাস নিতে পারছেন না। এর স্থায়ী সমাধান প্রয়োজন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার বলেন, শিক্ষকদের সংখ্যা বাড়াতে ইউজিসির সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষকরা যারা নির্দিষ্ট সময় পরও দেশে ফিরে আসেননি, তাদের নোটিশ পাঠানো হচ্ছে এবং ইতিমধ্যে অনেকের বেতন বন্ধ করে দেওয়া হয়ছে।
সাহা/আরএস