কোটা সংস্কার আন্দোলনে নিরস্ত্র ও নিরাপরাধ শিক্ষার্থীদের উপরে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলা এবং হত্যাকান্ডের কঠোর প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক এর সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এইসময় সাবেক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা ও এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যে সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার হয়েছে তার প্রতিবাদের সঠিক ভাষা আমাদের জানা নেই। শিক্ষার্থীদের উপর এই নির্মম হামলা ও হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ।
এছাড়াও যারা শিক্ষার্থীদের উপর এই নৃশংস হামলা চালিয়ে তাদের আহত ও নিহত করেছে তাদের সবাইকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে অবিলম্বে বিচারের দাবি জানিয়েছেন।
এসময় শিক্ষকরা বক্তব্য বলেন, নিরপরাধ শিক্ষার্থী যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে খুব দ্রুত মুক্তি দিতে হবে। এছাড়া ও সাধারণ শিক্ষার্থীদেরকে এই হয়রানি ও গ্রেফতার করা অবিলম্বে বন্ধ করতে হইবে। এছাড়াও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে দ্রুতই শিক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানিয়েছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়েরই ক্লাইমেট এন্ড ডিজাস্টার ও ম্যানেজমেন্ট বিভাগেরই সহকারী অধ্যাপক হাসান মো: নাভীদ আনজুম, এছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ। সেখানে আরও বক্তব্য রাখেন , রাসেল আলী, ড. সৈয়ম ইমদাদুল হোসাইন (সোহান), প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণও সেখানে উপস্থিত ছিলেন।