রাজশাহী বিশ্ববিদ্যালয়ের( রাবি) শিক্ষার্থীদের তুমি করে সম্বোধন না করে আপনি করে সম্বোধনের আহবান জানানো হয়েছে। বুধবার(১১সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা, সহায়ক ও সাধারণ কর্মচারীদেরকে শিক্ষার্থীদের সাথে তুমি সম্বোধন এর পরিবর্তে আপনি সম্বোধন করে কথা বলতে আহ্বান জানানো হলো। মনে রাখতে হবে যে, বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সকল ধরণের বৈষ্যমের অপনোদন করে স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জন করেছে।
সুতরাং সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।