ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর তার পদ থেকে পদত্যাগ করেছেন।
১৪ আগস্ট ( বুধবার ) মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলার বরাবর এই পদত্যাগ পত্র জমা দেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমে এ পদত্যাগপত্রটি পাঠানো হয়।
উক্ত পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন – আজ ১৪/০৮/২০২৪ তারিখ অপরাহ্ণে ব্যক্তিগতকারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ত্রিশাল, ময়মনসিংহ) ‘উপাচার্য’ পদ থেকে পদত্যাগ করলাম।
বুধবার সকালে শিক্ষার্থীদের ৪ দিনব্যাপি ৩ দফা দাবি আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাংলো, শিক্ষক ডর্মেটরি ও বিভিন্ন অনুষদ ভবনে তালা দেয়। পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হলে ভিসির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান।
এরআগে মঙ্গলবার শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ শুভ উপাচার্যের পদত্যাগ দাবি এবং বৈষম্যের বিরুদ্ধে আমরণ অনশনে বসেন।
উল্লেখ্য: ২০২১ সালের ডিসেম্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ট উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
রিভা/এমএ//