শিক্ষার্থীদের প্রত্যাশাকে নিজের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড.মো. শওকত আলী। শিক্ষার্থীদের জন্য নতুন হল ও অডিটোরিয়াম নির্মানের আশ্বাসও দিয়েছেন তিনি।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ টার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের দপ্তরে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে দ্বায়িত্বে যোগদান করেন তিনি। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর কোনো পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা নিতে অস্বীকৃতি জানান উপাচার্য শওকত আলী।
এরপরই, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার্থীদের প্রত্যাশাকে নিজের প্রত্যাশা হিসেবে অভিহিত করেন অধ্যাপক ড. মো. শওকত আলী।আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের কথাও বলেন তিনি। প্রয়োজনে প্রশাসন থেকে নিজ উদ্যোগে আসামিদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক শওকত আলী।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে ড. মো. শওকত আলী বলেন, “শিক্ষার্থীদের প্রত্যাশাই আমার প্রত্যাশা। যদি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ চায় তাহলে আমার অথবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আপত্তি থাকার কোনো অবকাশ নেই।”
এছাড়াও, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩ টি আবাসিক হল ও অডিটোরিয়াম নির্মানের আশ্বাস দিয়েছেন তিনি। এর মধ্যে একটি হলের নাম শহীদ আবু সাঈদের নামে করবেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়াও, শিক্ষা ও গবেষণাতে অধিক জোর প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলীকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিএন/আরএস