জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি কোটা সংস্কার আন্দোলনের কিছু ছবি ও ভিডিও তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে ক্যাপশনে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার পরীমণির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কে লিপ্ত হচ্ছেন। এ সময় হামলাকারীদের একজন ওই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে উল্লেখ করেন। এরপর হামলাকারীরা আরও আক্রমণাত্মক হতে চেষ্টা করেন, তবে পুলিশ কর্মকর্তা শিক্ষিকাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরীমণি ২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে হামলাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। তিনি লেখেন, “ছি ছি ছি! এদের মুখে থুথু দাও। কীভাবে শকুনের মতো চারপাশ থেকে একজন নারীর ওপর সবার সামনে ঝাঁপিয়ে পড়ছে, তাও একজন শিক্ষকের ওপর! চিৎকার করে কান্না আসছে… আল্লাহ, তুমি পৃথিবীকে ধ্বংস করে দাও!”