সাতক্ষীরার দেবহাটায় শিবির কর্মী মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) নামে দুিইজনকে বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যার অভিযোগে তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা আমলী আদালত-৭ এ বিচারক মহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
নিহত মারুফ হোসেনের ভাই মোঃ মোকফুর হাসান বাদী হয়ে মামলাটি আবেদন করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস, এএসআই দেবাশীষ অধিকারী, এসআই জিয়াউল হক, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এসআই শেখ আলী আকবর, এসআই, মজিবর রহমান, মোঃ আছাদুল হক, তপন কুমার সিংহ, এসআই মোঃ ইউনুস আলী গাজী, এসআই তানভীর হাসান, পিএএসআই মদন মোহন অধিকারী, এএসআই শফিকুল ইসলামসহ ৬৩ জন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেফতারের পর ছাত্র শিবিরের দুই নেতা মারুফ হোসেন ও আবুল কালামকে গুলি করে উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়।
রয়/এমএ//