রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার সময় মারা যাওয়া শিশু আয়ান আহমেদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেনো দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুর ঘটনা তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১ মাসের মধ্যে ডিজি হেলথকে নির্দেশ দিয়েছেন সারাদেশে কতগুলো বৈধ ও অবৈধ হাসপাতাল আছে তার তালিকা দাখিল করার জন্য। পাশাপাশি গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালের অবহেলায় কতগুলো প্রাণ ঝরেছে ৩ মাসের মধ্যে তালিকা জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের।
গত সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।