ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। কনকনে শীতের মধ্যে সকালে কাদায় নামতে হয়েছিল। শুধু তা–ই নয়, কাদায় গড়াগড়িও দিতে হয়। মুক্তিপ্রতীক্ষিত ‘সোনার চর’ সিনেমায় এমন একটি দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
যদিও সামাজিক মাধ্যমে সেই দৃশ্যের একটি স্থিরচিত্র নিয়ে নেটাগরিকরা নিয়মিত ট্রল করেন তাকে নিয়ে।
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এই সিনেমায় ১৯৭৫-এর পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। জায়েদ এতে একজন মুক্তিযোদ্ধা ও ফেরারি আসামির চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও বেশ জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরাও রয়েছেন এই ছবিতে।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা এ দৃশ্যসহ সিনেমাটির বেশ কিছু দৃশ্যের প্রশংসা করছেন। গল্পটি তাঁদের ভালো লেগেছে।’
এই সিনেমায় একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন জায়েদ। নিজের বাড়িতে থেকে কাজ করছেন তিনি।