জানুয়ারির শুরু থেকেই বাড়ছে শীত। মাসের শেষেও শীতে কাঁপছে দেশ। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছে অন্যের মুখপানে । এমন পরিস্থিতির মধ্যে দিনাজপুরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মুহূর্ত ।
দিনাজপুরের মোহনপুরে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিভিন্ন শ্রেণি পেশার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ।
শীতবস্ত্র বিতরণকালে শীতার্ত মানুষের উদ্দেশে মুহূর্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাদমান খান বলেন “২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত আমরা সবসময়ই চেয়েছি রুট লেভেলে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে, যাতে সবসময়ই আমরা সাধারণ মানুষের স্বতঃপূর্ত সাহায্য পেয়ে আসছি, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য আমাদের দেশি, বিদেশি বড় সংস্থার সহযেগিতা প্রয়োজন, যেহেতু আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করা, তাতে আমরা আমাদের লক্ষ্য পূরণে বিশ্বাস রাখছি।”
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়