ষড়ঋতুর এই দেশে প্রকৃতির নিয়ম মেনেই বছর ঘুরে আবার চলে আসে শীত। এই শীতের আমেজে আমরা যখন পিঠা-পুলির উৎসবে ব্যস্ত, ঠিক তখন মুদ্রার বিপরীত পৃষ্ঠের মানুষগুলোর আদৌ কি আছে নিজেদের উষ্ম করার শীত বস্ত্র?
শীতের সকালে তীব্র কুয়াশার সাথে কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায়, দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠীর অসহায়ত্ব ও কষ্ট আরো বাড়িয়ে দেয় । এছাড়াও প্রতিবারের ন্যায় এবারও তীব্র শৈত্যপ্রবাহ এসব দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলেছে । আর সবচেয়ে বড় কষ্টের বিষয় তখন, যখন এই হাড়কাঁপানো শীতেও তাঁরা শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীত বস্ত্র পায় না। কিন্তু এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি।
তবে হয়তো তাদের ঠোঁটে তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায়। আর এই সব অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন ” প্রচেষ্টা ফাউন্ডেশন হাবিপ্রবি ” আয়োজন করেছে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৪। ০১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। সংযোগ ফাউন্ডেশন ও সিএমসি- ৬৯ ওয়েলফেয়ার গ্রুপ এ কাজে সহযোগিতা করে। উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেছেন “প্রচেষ্টা ফাউন্ডেশন হাবিপ্রবির ” স্বেচ্ছাসেবকগণ। দরিদ্র মানুষের মাঝে খানসামার কাচিনীয়া ও চিরিরবন্দরের রানীরবন্দরে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এট প্রভাষক কৃষিবিদ রায়হানুল হক।
এই কর্মসূচিতে প্রচেষ্টা ফাউন্ডেশন হাবিপ্রবি এট সভাপতি মালী বলেন, “প্রথমে ধন্যবাদ জানাই সংযোগ ফাউন্ডেশন ও সিএমসি ৬৯ ওয়েলফেয়ার গ্রুপ আমাদের এই শীত বস্ত্র কর্মসূচিতে আমাদের সহযোগিতা করার জন্য। এছাড়া প্রচেষ্টা ফাউন্ডেশন হাবিপ্রবির সমন্বয়ক ও কোষাধ্যক্ষ মোঃ মোরশেদুল হক বলেন,” আমাদের এসব সমাজসেবামূলক কার্যক্রম চলমান এবং প্রতিনিয়ত অব্যাহত থাকবে। আমি ধন্যবাদ জানাই আমাদের স্বেচ্ছাসেবকগণ (শারমিন, সুজন, শাহিন ও উজ্জ্বল) যারা তাদের নিরলস পরিশ্রমের বিনিময়ে আজকের এই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে সহায়তা করেছেন। প্রচেষ্টা ফাউন্ডেশন হাবিপ্রবির লক্ষ্য হলো সমাজের গরীব অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা করা। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সমাজের এই সকল মানুষদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ”
মানুষ মানুষের জন্য। প্রচেষ্টার মতো করে এগিয়ে আসুন আপনিও। ভালো থাকুক শীতার্ত অসহায় মানুষেরা।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি
মোবাইলঃ০১৭৭৮৪২৭২৯৬