সম্প্রতি ফল খেয়ে অসুস্থ হয়েছেন তার পরিবারের পাঁচজন সদস্য। সবাই সুস্থ হলেও তার ছেলে রাজ্য এখনো রয়েছে হাসপাতালেই। তাই সবাইকে শীতকালে খাবার বুঝে খাওয়ার আহ্বান জানালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি।
ফেসবুকে একটি পোস্ট দিয়ে পরীমণি লিখেছেন,‘শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল’।‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য এখনো হসপিটালাইজড!’
এই পোস্টের সঙ্গে একটি ছবিও যোগ করেছেন পরী। ছবিতে ক্যানুলা বেঁধানো একটি শিশুহাত দেখা গেছে, যেটি ধরে রেখেছে আরেকটি হাত।