নতুন প্রকল্পকগুলো শুধুমাত্র জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নিরপেক্ষতার ভিত্তিতে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) একনেক এর সভা শেষে শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্পগুলো বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ” চলমান প্রকল্প সমূহ কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই-বাছাই করতে হবে। বৈদেশিক সাহায্য থাকলে প্রকল্পগুলো একনেকে পাস করা হবে। বিদেশি অর্থের সঠিক ব্যবহার করা হবে।”
অন্তর্বর্তী সরকারের এটিই প্রথম একনেক সভা। এই সভায় মোট ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। একনেকে অনুমোদিত চারটি প্রকল্প হলো, শিল্প ও শক্তি বিভাগের বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প , ২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ এবং ২টি অনুসন্ধান কূপ খনন প্রকল্প, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প এবং কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প।