ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক মাসুদ কামাল তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন তারকা। ঢালিউড অভিনেত্রী তমা মির্জা ফেসবুকে তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন।
তমা তার পোস্টে লিখেছেন, “নিহত তোফাজ্জল কোন দল, কোন ধর্ম, কোন বর্ণের ছিলেন, মানসিকভাবে সুস্থ ছিলেন কি না, এসব জানতে চাই না। আমি জানতে চাই, তার সঙ্গে কেন এমন করা হলো? কীভাবে করা হলো? আমি শুধু জানতে চাই, তোফাজ্জল ন্যায়বিচার কি পেল?” তিনি উল্লেখ করেন, “এবং সেটি অনতিবিলম্বে।”
এর আগে, তমা একটি প্রতীকী ছবি শেয়ার করেন যেখানে তোফাজ্জলের নিথর দেহ পড়ে আছে। সেখানে তিনি লেখেন, “আমি বিচার চাই।”
১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের দ্বারা তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়। এদিকে, হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, ১৮ সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের ছয়টি মোবাইল ও মানিব্যাগ চুরি হয়েছিল। ওই দিন রাত আটটার দিকে তোফাজ্জাল হলের গেট দিয়ে মাঠে প্রবেশ করেন। তখন কিছু শিক্ষার্থী তাকে চোর সন্দেহে আটক করে অতিথি কক্ষে নিয়ে যায়।
সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাকে স্টাম্প দিয়ে মারধর করা হয়। পরে তাকে হলের ক্যান্টিনে রাতের খাবার খাওয়ানো হয় এবং আবার অতিথি কক্ষে নিয়ে ব্যাপক মারধর করা হয়।
আসামিরা বলেন, অতিথি কক্ষে মারধরের পর রাত ১২টার দিকে কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জালের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে এবং তিনি কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।