দ্বিতীয় টেস্টের মাত্র প্রথমদিন লজ্জার এক বিশ্বরেকর্ড করেছে ভারত। শূন্য রানেই শেষ ৬ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। এমন ঘটনা ইতিহাসে আগে কখনো ঘটেনি।
ম্যাচের চা-বিরতির পর একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ১৫৩। লজ্জার রেকর্ডটা হয়েছে এই সময়ে। মাত্র ১১ বলের ব্যবধানে ভারতের বাকি ৬টি উইকেট পড়ে যায়। তাসের ঘরের মতো ভেঙে পড়া সেই মিছিলে ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মতো তারকা ব্যাটসম্যানও। অর্থাৎ ইনিংসের ওই পর্যায়ে তারা ১১টি বল খেলেছেন, বিপরীতে রানের খাতা শূন্য।