রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে প্রথমবারের মতো আয়োজিত অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব মঙ্গলবার (৩০ ফেব্রুয়ারি) শেকৃবি সেন্ট্রাল মাঠে সময় ৪.৩০ মিনিটে শুরু হয়।
এএসভিএম-৯ ব্যাচের বিপক্ষে পূর্ণ সময় গড়িয়ে ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে এএসভিএম-১১।
মাঠে উপস্থিত ছিলেন অনুষদটির ছাত্র সমিতি ‘বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ভাসা)’সহ সভাপতি ডা: রাহাত মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ এবং এনাটমি ,হিস্টোলজি এন্ড ফিজিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দুল মাসুম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উভয় দলই আক্রমণত্মক খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। পরবর্তীতে ট্রাইবেকারে ৪-২গোলে জয় লাভ করে এএসভিএম -১১ ব্যাচ। খেলাশেষে এনাটমি হিস্টোলজি এন্ড ফিজিওলজি ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং এএসভিএম-৯ ব্যাচের ফুটবল টিমের মেন্টর অধ্যাপক ড. আব্দুল মাসুম বলেন ,এ এক অন্য রকম অনুভূতি ।চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। আমাদের খেলাতে কিছু ভুল ছিলো আমরা আশা করি আমরা তা সামনে কাটিয়ে উঠব ।
মাকতুম আল মুমিত
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়