রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ না হওয়া অবধি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন কৃষি ব্যবসায় অনুষদের অধ্যাপক জাকির হোসেন।রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকলে বিভাগের চেয়ারম্যানদের মাঝে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ থেকে সকল শ্রেণী কার্যক্রম শুরু করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে একটি চিঠির আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডি না থাকায় প্রশাসনিক ও আর্থিক সমস্যা সমাধানের লক্ষ্যে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এসকল দায়িত্ব পালন করবেন অধ্যাপক জাকির হোসেন।
আরএ//