রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (সাউপিএস) সফলতার ১০ বছরে পা রাখলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহিদুর রশিদ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ড. মোঃ অলোক কুমার পাল, অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং আরো অনেক শিক্ষক ও সংগঠনের মডারেটরবৃন্দ।
দিনব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সাথে সংগঠনের দায়িত্বশীলরা ফটোসেশন,র্যালি,নাচ-গান সহ আরও অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ছিলেন। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড.মোঃ শহিদুর রশিদ ভূইয়া বলেন,”সমাজের নানান সমস্যা জনগণের সামনে আনার জন্য চিত্রশিল্পীদের ভূমিকা অনেক বড়।” শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা সেই দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাকতুম প্রিত
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়