সরকারি চাকরি ব্যবস্থায় কোটা প্রথা বাতিলের দাবিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে রাজধানীর মিরপুর-ফার্মগেট-শ্যামলী ত্রিমুখী সড়ক অবরোধ করেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকাল ৩টার দিকে শেকৃবি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিভিন্ন ব্যানার, পোস্টারসহ মিছিল নিয়ে আগাঁরগাও মোড়ে জড়ো হন। ‘২০১৮ সালের পরিপত্র পূর্নবহালের দাবিতে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ’ এই ব্যানারে শিক্ষার্থীর জানান,দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
হাতে হাতে দেশের পতাকা নিয়ে স্লোগানে মেতেছেন শিক্ষার্থীরা। ‘কোটা না মেধা’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘একশন টু একশন ডাইরেক্ট একশন’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘কোটা প্রথার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে’, ‘দিয়েছি ত রক্ত আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ সহ কোটাবিরুধী নানা স্লোগানে মেতে উঠেন তারা।
এসময় শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের আজকের এই কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে।