জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল শিশু পার্কের শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
মঙ্গলবার (১৯ডিসেম্বর ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংলগ্নে শেখ রাসেল শিশুপার্কটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক আতাউর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীসহ অনেকে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য একটি স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার আশা ব্যক্ত করেন। এছাড়াও বলেন পার্কটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেখ রাসেল শিশুপার্কের শুভ উদ্বোধনে উচ্ছ্বসিত শিশুরা যা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
উল্লেখ্য,পার্কটিতে বেশ কয়েকটি রাইড বসানো হয়েছে এবং অসমাপ্ত কিছুকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
রিভা সুলতানা,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।