গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এখনো সেখানেই অবস্থান করছেন তিনি। কিন্তু কুটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় সেখানে বৈধভাবে তিনি কতদিন থাকতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। তার উপরে প্রত্যার্পণের ঝুঁকিও রয়েছে।
এদিকে দেশে তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে। যার সংখ্যা ইতোমধ্যে ১০০ ছাড়িয়েছে এবং এর অর্ধশতাধিক খুনের মামলা। ফলে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (৩১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।