শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে প্লট চাওয়ার পুরনো চিঠি নিয়ে ফের আলোচনা, যা নিয়ে কথা বলেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সেই চিঠির একটি ছবি আবারও ভাইরাল হয়, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং সমালোচনার পাশাপাশি হাস্যরসও ছড়িয়েছে। এর জের ধরে জয়ের বিরুদ্ধে কটূক্তি ও কটাক্ষও হচ্ছে।
অবশেষে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে জয় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন। তিনি লেখেন, “ফেসবুকে আমার নাম্বার ভাইরাল করে সামাজিকভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে। অবশ্যই ওই চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। তবে শাস্তিটা যেন অতিরিক্ত না হয়ে যায়।”
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) করা পোস্টে জয় আরো বলেন, “২০১৪ সালের চিঠিটা নিয়ে ১৪ বার ভাইরাল করা হলো। সাবেক সরকারের অনেকেই জমি পেয়েছিলেন, আর এই সরকার তা বাতিল করেছে। এরপরও আমার চিঠি নিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। তবে ঘৃণা না ছড়িয়ে, শান্ত থেকে ভুলগুলো সংশোধন করে ভালো থাকাই উচিত আমাদের সবার।”
প্রসঙ্গত, ২০১৪ সালে জয় শেখ হাসিনাকে লেখা সেই চিঠিতে তাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে উল্লেখ করেন। চিঠিতে তিনি জানান, সমসাময়িক শিল্পীরা পূর্বাচলে জমি পেলেও তিনি বিদেশে শুটিংয়ে থাকার কারণে আবেদন করতে পারেননি। তাই শেখ হাসিনার কাছে পূর্বাচলে একটি প্লটের আবেদন করেন, যা তার সন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।