মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে মাদারীপুরের খাকদী এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান বলেন, কিছু কিছু নেতা আছেন যারা আওয়ামী লীগের ক্ষতি করেছেন, তারা শেখ হাসিনার ক্ষতি করছে। দলের বিপদ দেখে কেটে পড়েন। কিন্তু শাজাহান খান সব সময়ই মাঠে থাকেন। শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়, তখন দলের কিছু সুবিধাবাদী নেতারা পালিয়ে যায়। কিন্তু শাজাহান খান রাজপথে থেকে বোমা খায়।
বিগত দিনে বিএনপির আন্দোলন প্রসঙ্গে শাজাহান খান বলেন, ২০১৫ সালে বিএনপি যখন সব যানবাহন বন্ধ করে দিয়ে বাসে আগুন ধরিয়ে, সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল। প্রধানমন্ত্রী নির্দেশে সারাদেশে ঘুরে ঘুরে সড়ক, নৌ ও ট্রেন চলাচল আমি স্বাভাবিক করি। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার অফিস যখন ঘেরাও করতে যাই, তখনও বোমা মারা হয়। এতে আহত হয় অন্তত ১৭ জন। নৌপরিবহন মন্ত্রী থাকাকালীন সময়ে আমাকে লক্ষ্য করে বোমা মারে, সেই বোমা লাগে পুলিশের গাড়ির ওপর। শেখ হাসিনাকে রক্ষা করার জন্য যতবার লড়াই করেছি, ততবার বিজয় হয়েছে।