বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা সহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র-জনতার ব্যানারে উপস্থিত হন। এ সময় দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেফতার এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সহযোগিতা করার দাবিও জানান তারা।
এছাড়াও, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ গণহত্যায় জড়িত সামরিক ও বেসামরিক প্রশাসনের সবাইকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানায় তারা।
পাশাপাশি, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, আহতদের সুচিকিৎসার নিশ্চিত করা, শহীদদের রাষ্ট্রীয়ভাবে জাতীয় বীরের মর্যাদা দেয়া, জাতিসংঘের অধীনে গণহত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ, শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও মাসিক আর্থিক সহায়তা প্রদান এবং বৈষম্য প্রতিরোধে রাষ্ট্রীয় কাঠামোর গুণগত পরিবর্তন করা দাবি জানানো হয়েছে মানববন্ধনে।
নাসিফ/এমএ//