ছাত্র আন্দোলনের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (০৬ আগস্ট) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কিছু ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বর্তমানে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবস্থান করছেন। ইউরোপীয় দেশগুলিতে আশ্রয়ের আবেদনও করছেন তিনি। ইতিমধ্যেই যুক্তরাজ্য তাঁকে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করেছে৷ তবে তাঁর বোনের ব্রিটিশ নাগরিকত্ব থাকায় দ্রুতই সেখানে চলে যেতে পারেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
এ দিকে, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, “হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয় বিবেচনা করছেন, সেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাগ্নি ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক থাকেন। তবে হাসিনার আশ্রয় চাওয়ার পদ্ধতি ব্রিটিশ অভিবাসন আইন অনুযায়ী সিদ্ধ নয়। নিয়মানুযায়ী, যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন, তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাওয়ার কথা।”
বিডিএন৭১/রুশু