ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) মধ্যরাতে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, রাজধানী থেকে পুলিশের একটি দল এসে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
সোমবার (১২ আগস্ট) রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথা বলেন জাহাঙ্গীর। তিন মিনিটের কিছু বেশি সময় ধরে হওয়া সেই ফোনালাপে শেখ হাসিনা নেতা-কর্মীদের শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাতে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করতে নির্দেশ দেন।
রুশু//