রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ফিরোজ তালুকদার নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে নিহত ফিরোজ তালুকদারের স্ত্রী রেশমা সুলতানা এই মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দি শুনে আদালত মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শেখ হাসিনার নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যা পরবর্তীতে শেখ হাসিনা ও তার সহযোগীদের স্বৈরাচারীভাবে ক্ষমতা ব্যবহার করতে সহায়তা করে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার মানুষের ওপর নির্যাতন, খুন, গুম ও বাক স্বাধীনতা হরণ করেছে।
কোটা সংস্কার আন্দোলনের সময়, সরকারের বিরুদ্ধে আন্দোলন দমন করতে পুলিশ, র্যাব, বিজিবি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি চালায়। ১৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ফিরোজ তালুকদার র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হন। নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এমএ//