এস আলম গ্রুপের ২৫ জন সদস্য ও ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করতে নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রেরিত চিঠির ভিত্তিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিএসইসি নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালকদের নিকট প্রেরন করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক থেকে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তর বন্ধ করতে বিএসইসি চেয়ারম্যানের নিকট চিঠি প্রেরন করা হয়েছিলো।
নাসিফ/এমএ//