সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া মোটরসাইকেল ও পানির মোটর ফিরিয়ে দিল শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তাইজুল ইসলামের কাছে তিনটি মোটর সাইকেল ও একটি পানির মোটর হস্তান্তর করে তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগরের সমন্বয়ক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান, সিয়াম, নাজমুল, মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তাইজুল ইসলাম জানান, ছাত্ররা লুট হওয়া টরসাইকেল ও পানির মোটর ফিরিয়ে দিয়েছে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে।