বলিউড সিনেমা ‘স্ত্রী ২’-তে বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের অভিনয় দর্শকদের বেশ মন কেড়েছে। যদিও এ সিনেমায় বরুণ ছিলেন অতিথি শিল্পী হিসেবে, তবুও তাদের সংক্ষিপ্ত সময়ের উপস্থিতি সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। এই জুটির রসায়ন নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছেন শ্রদ্ধা কাপুর নিজেই।
বরুণ-শ্রদ্ধার বন্ধুত্ব সম্পর্কে ভক্তরা কিছুটা জানলেও, অনেকেই হয়তো জানেন না যে একসময় শ্রদ্ধা বরুণকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, যা বরুণ তৎক্ষণাৎ নাকচ করে দেন। এই ঘটনা শ্রদ্ধাকে বেশ বিস্মিত করেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা শেয়ার করেছেন ‘স্ত্রী ২’-এর নায়িকা শ্রদ্ধা কাপুর। তিনি জানান, “ঘটনাটি অনেক পুরনো। এখন মনে করলে মজার লাগে। তখন আমাদের দুজনেরই বয়স কম ছিল। আমি মনে মনে বরুণকে পছন্দ করতাম। আমাদের বাবা-মায়েরা একসাথে একটি সিনেমার শুটিং করছিলেন, এবং আমরাও সেখানে উপস্থিত ছিলাম। সেটা ছিল পাহাড়ি এলাকা। আমরা খেলতে খেলতে একদিন একটা পাহাড়ের চূড়ায় উঠলাম।”
তিনি আরও বলেন, “পাহাড়ের চূড়ায় গিয়ে আমি বরুণকে ঘুরিয়ে মনের কথা বলেছিলাম। সরাসরি ‘আমি তোমাকে ভালোবাসি’ না বলে বলেছিলাম, ‘তুমি আমাকে ভালোবাস’। বরুণ সঙ্গে সঙ্গেই বুঝে ফেলেছিল, আর প্রস্তাবটি গ্রহণ না করে বলেছিল, ‘আমি মেয়েদের পছন্দ করি না!’ এই কথা বলেই ওখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল।”
উল্লেখ্য, ‘স্ত্রী ২’-এর আগে বরুণ এবং শ্রদ্ধা রেমো ডি’সুজার পরিচালনায় ‘এবিসিডি ২’ এবং ‘এবিসিডি থ্রিডি’তে একসাথে কাজ করেছিলেন।
এমএ//